অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে শনিবার। রোববার সকালে নিউজিল্যান্ডে পাড়ি জমানোর কথা রয়েছে টাইগারদের।

অস্ট্রেলিয়ায় অনুশীলন শেষে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। দুটি প্রস্তুতি ম্যাচে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে টাইগাররা।

প্রথম ধাপে যারা অস্ট্রেলিয়া গিয়েছিলেন তারা সর্বোচ্চ ছয়দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন সেখানে। মোট চার ধাপে ক্রিকেটাররা অস্ট্রেলিয়া গেছেন। দেরিতে দলে ডাক পাওয়ায় রুবেল হোসেন ও মেহেদি মারুফ ভিসা পেয়েছেনও পরে। এ কারণে সবার শেষে অস্ট্রেলিয়া গেছেন এই দুই ক্রিকেটার। তবে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভালো করেছেন পেসার রুবেল হোসেন।

নিউজিল্যান্ডে আগে থেকে জায়গা না পাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

তবে সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলেন কোচ চন্দিকা হাথুরুসিংহে। প্রথম প্রস্তুতি ম্যাচে সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় টাইগাররা। মাশরাফি-সাকিব-তামিম বিহীন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ছয় উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের দল।

তারপরও টিম ম্যানেজম্যান্ট মনে করছে দলের প্রস্তুতি ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যাম্পে মোট ২৩ সদস্যের বাংলাদেশ দল যোগ দেন। তাদের সবারই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হয়ে গেলে কেউ কেউ দেশে ফিরবেন। আবার টি ২০ সিরিজ হয়ে গেলেও অনেকে দেশে ফেরত আসবেন। এরপর যারা শুধু টেস্ট দলে আছেন তারাই সফরের শেষ পর্যন্ত থাকবেন।

এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার আশা করছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা খুব ভালো খেলছি। এখন দেশের বাইরে ভালো খেলাই আমাদের চ্যালেঞ্জ। খুব সহজ হবে না, আবার খুব কঠিনও নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা একটু আগেভাগে এসেছি। আশা করি, ছেলেরা এখান থেকে আত্মবিশ্বাস বয়ে নিয়ে যাবে এবং নিউজিল্যান্ডে ভালো করবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি ২০ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে এরআগে বাংলাদেশ সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১০ সালে। তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপে হ্যামিলটনে নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল।