মাত্র একটি বছরের পার্থক্য। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে হয়েছে ভারতকে। গত বছর সুরেশ রায়নার নেতৃত্বেই অনেকটা ‘বি’ টিম নিয়ে এসেছিল বাংলাদেশে। তারপরও ২-০ তে সিরিজও জিতে যায় ভারত। সেবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি মিরপুর শেরে বাংলায় গড়িয়েছিল ১৫ই জুন। এবার ১৭ জুন। সেবারও ছিল বৃষ্টির হানা এবারও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে সিরিজের একমাত্র টেস্ট সিরিজটি বৃষ্টির হানায় ড্রও হয়েছে। তবে এবার রায়না এলেও তিনি এবার মাঠে নামবেন ধোনির নেতৃত্বে। গতকাল দুপুর আড়াইটা বাজে অনুশীলন শুরু করে ভারত। অনুশীলনে রায়না অবশ্য স্বীকার করে নিয়েছেন সেবারের মতো এবার বাংলাদেশ নিয়ে তাদের হালকা ভাবনা নেই। কারণ বিশ্বকাপের আলোকিত পারফরম্যান্স। তাই পূর্ণশক্তির দল নিয়ে এসেছে ভারত। রায়না বলেন, ‘হ্যা, আপনারা দেখেন টেস্ট ও ওয়ানডেতে ভারত পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে। কারণ সম্প্রতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স। তারা বিশ্বকাপে বেশ ভাল করেছে। আর পূর্ণ শক্তির দল নিয়ে আসায় বুঝতে হবে সিরিজটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আশা করি এই সিরিজটিও আমরা জিতবো।’ এরই মধ্যে ভারতের ওয়ানডে অধিনায়ক ধোনির নেতৃত্বে ৭ সদস্য বাংলাদেশে এসেছে সোমবার। এসেছে ভারতের নির্বাচকরাও। টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিও আছেন। এমন সম্মিলন ড্রেসিং রুমের জন্য ইতিবাচক ভাবেন সুরেশ। এছাড়া বিসিবি যে অনুশীলন ব্যবস্থা করেছে তা নিয়ে বেশ খুশি ভারতীয় দল। তিনি বলেন, ‘… আমাদের সবাই খুবই ফুরফুরে আছে। এরই মধ্যে মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) চলে এসেছে। আছে টেস্ট দলের অধিনায়ক বিরাটও। এমনকি নির্বাচকরাও আছে এটি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। এমনকি বৃষ্টি থাকা সত্ত্বেও বিসিবি আমাদের জন্য ভাল ভাবেই প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখন প্রস্তুত গুরুত্বপূর্ণ এই ওয়ানডে সিরিজের জন্য।’
সুরেশ রায়না ভুলে যায়নি সেবার বৃষ্টিতে কিভাবে সিরিজের একটি ম্যাচ ভেসে গিয়েছিল। এবার রিজার্ভ ডে থাকায় একটু স্বস্তি বোধ করছেন তিনি। তিনি বলেন, ‘এটি খুবই ভাল বিষয় যে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে সেটি নিয়ে আমরা ভাবছি না আমরা চাই যেদিন খেলা হবে সেদিনই শেষ করতে।’
তবে আবহাওয়ার উপর আমাদের হাত নেই। তবে যখন এমন কিছু হবে তখন রিজার্ভ ডে নিয়ে ভাববো।