চলতি বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ঠিক পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছেন তিনি।
দু’দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হ্যাপী বলেন, দ্বিতীয়বারের মতো স্টেডিয়ামে এসে খেলা দেখছি। আজকের ম্যাচটা খুব উপভোগ করছি। আর বৃষ্টি না হলে পুরো খেলা দেখেই বাসায় ফিরবো। এর আগে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একটি ওয়ানডে স্টেডিয়ামে বসে দেখেছিলাম।
তাছাড়া, রুবেল হোসেনের খেলা দেখতেই মাঠে আসা কি না জানতে চাইলে হ্যাপী বলেন, আমি কোনো ব্যক্তি বিশেষের খেলা দেখতে মাঠে আসিনি; এসেছি বাংলাদেশের খেলা দেখতে। আজ বাংলাদেশ জিতবে এটাই প্রত্যাশা করি।
উল্লেখ্য, বাংলাদেশ ভারত সিরিজে ভারতের জয় হোক এমন একটি স্ট্যাটাস ফেসবুকে দিয়ে কয়েক দিন আগে তোপের মুখে পড়েন হ্যাপি। পরে অবশ্য এই স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন তিনি