কর ফাঁকি মামলায় মেসির ২১ মাসের জেল হওয়াতে চিন্তিত স্প্যানিশ ফুটবল লিগ কমিটি। লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাসের আশঙ্কা মামলার জালে জড়িয়ে মেসি হয়তো স্পেন ছেড়ে পাড়ি জমাতে পারেন অন্য কোনও লিগে।
তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে  মেসি হয়ত বার্সা ছাড়তে বাধ্য হতে পারে। এটি নিয়ে আমি খুব ভীত।  কিন্তু আমি একটি কথাই বলতে চাই আমরা বিশ্বাস করি সে দোষী নয় এবং আমরা তাকে এখানে পেয়ে খুশি।’
মেসির এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি বার্তেমেউ এক টুইট বার্তায় বলেন, ‘লিও, তোমাকে যারা আঘাত করেছে তারা শুধু তোমাকে নয় পুরো বার্সেলোনা এবং বার্সেলোনার ইতিহাসকে আঘাত করেছে। তোমার পাশে আমরা শেষ পর্যন্ত থাকবো।’