প্যারিসের বাস, মেট্রো রেল ইত্যাদি গণপরিবহন সম্পূর্ণভাবে বিনামূল্যে যাতায়াত করার চিন্তাভাবনা করছে শহরটির কর্তৃপক্ষ। এ উদ্যোগের পেছনে রয়েছে শহরটির পরিবেশ দূষণ মুক্ত করার চিন্তাভাবনা।

প্যারিসের মেয়র অ্যানে হিডালগো গণপরিবহন ভাড়ামুক্ত করার উদ্যোগের প্রস্তাবদাতা। (নিচের ছবি)

পরিবেশ দূষণ কিভাবে কমাবে ভাড়ামুক্ত গণপরিবহন? এক্ষেত্রে মেয়রের যুক্তি ব্যক্তিগত গাড়ি চালানো হলে তা পরিবেশ দূষণ করে অনেক বেশি। আর এ প্রবণতা কমাতে পারে ভাড়ামুক্ত গণপরিবহন।

শুধু প্যারিসই নয়, বিশ্বের আরো কয়েকটি শহর ক্রমবর্ধমান বায়ুদূষণ কমানোর জন্য গণপরিবহনের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করছে।

প্যারিসের মেয়র বলেন, ‘গণপরিবহনের প্রসার বাড়ানোর জন্য আমাদের এটি আরো বাড়াতে হবে। এটি যেন আরো নিয়মিত ও আরামদায়ক হয় সেজন্য মনোযোগী হতে হবে। এছাড়া ভাড়ার ব্যবস্থা নিয়েও নতুন করে চিন্তাভাবনা করতে হবে। ’

বর্তমানে প্যারিসের গণপরিবহনকে ভাড়ামুক্ত করার উদ্যোগটির ফিজিবিলিটি স্টাডি চলছে। তবে অনেক বিশেষজ্ঞই বিষয়টি বাস্তবায়ন না করার জন্য বলছেন।

তাদের যুক্তি, গণপরিবহন ভাড়ামুক্ত করলে জনগণের ওপর করের বোঝা বাড়বে।
সূত্র : ইনডিপেনডেন্ট