প্রাকৃতিক গ্যাস ১০ দিন বন্ধ থাকার পর নর্ড স্ট্রিম 1 পাইপলাইন আবার খুলে দেয়া হয়েছে। তবে পাইপলাইন অপারেটরের মতে গ্যাস প্রবাহের গতি সাধারণের চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে।
প্রধান গ্যাস পাইপলাইন যার মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপের বাকি অংশে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১১ই জুলাই থেকে বন্ধ করা হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, জার্মান কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন যে নর্ড স্ট্রিম 1 যা দেশটির রাশিয়ান গ্যাসের প্রধান উৎস – আর খোলা না ও হতে পারে।
নর্ড স্ট্রিম এজি এর অপারেটর জানিয়েছেন যে গতকাল বৃহস্পতিবার সকালে আবার গ্যাস সরবরাহ করা শুরু হয়েছে করে তবে প্রবাহ বাড়তে কিছুটা সময় লাগবে – জার্মান সংবাদ সংস্থা ডিপিএ