নতুন মিউজিক স্ট্রিমিং সেবা চালু করছে ইউটিউব
নতুন মিউজিক স্ট্রিমিং সেবা চালু করছে ইউটিউব

নতুন মিউজিক স্ট্রিমিং সেবা চালু করছে ইউটিউব। ‘রিমিক্স’ নামের নতুন এ সেবায় অর্থের বিনিময়ে অনলাইনে বিভিন্ন চ্যানেলের গান শোনার পাশাপাশি ভিডিও-ও দেখা যাবে। চাইলে গানগুলো অনলাইনে সংরক্ষণেরও সুযোগ মিলবে। সব কিছু ঠিক থাকলে মার্চে এ সেবা চালু হবে। এরই মধ্যে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট, ইউনিভার্সাল মিউজিক গ্রুপসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইটের সঙ্গে আলোচনাও শুরু করেছে ইউটিউব। তবে সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে কত গুনতে হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সেবা ‘স্পটিফাই’-এর সঙ্গে প্রতিযোগিতা করতেই এ উদ্যোগ।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে অর্থের বিনিময়ে টিভি সাবস্ক্রিপশন সেবা চালু করে ইউটিউব। সেবাটি কাজে লাগিয়ে অনলাইনে ভিডিও দেখার পাশাপাশি ইএসপিএন, এবিসি, এনবিসি, সিবিএস, ফক্সসহ বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান সরাসরি দেখা যায়।