বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে চলাকালে মুস্তাফিজুরকে ধাক্কা দেওয়ার ঘটনার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিশ্বরুপ দে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বিসিবি সূত্র জানিয়েছে, দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে ইনিংসের ২৫তম ওভারে যখন বল করতে এসেছিলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।তার ওভারের দ্বিতীয় বলে আলতো টোকা দিয়ে সিঙ্গেল নিতে গিয়েছিলেন ধোনি। রান নেওয়ার সময় ক্রিজের মাঝপথে দাঁড়িয়ে থাকা মুস্তাফিজুরকে ইচ্ছাকৃতভাবে কনুই দিয়ে ধাক্কা মারেন ধোনি। তার আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে হয় বাঁহাতি মুস্তাফিজুরকে।ওই ওভারের বাকি চার বল করেন নাসির হোসেন।

এরপর ৩৭তম ওভারে এসে মুস্তাফিজুর আবারও বোলিংয়ে ফেরেন। সেই ওভারে তিনি সুরেশ রায়না এবং রবিচন্দ্র অশ্বিনের উইকেট নেন।