Home Hot News Today দেশে ফিরে আসতে হতে পারে পেসার আলামিনকে

দেশে ফিরে আসতে হতে পারে পেসার আলামিনকে

0
639

কয়েকদিন আগেই বিতর্কিত বোলিং একশন উতরে দলের পেসার আল আমিনের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তাকে অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও পুরো বিষয়টা নিয়ে ঘোরতর অন্ধকারে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, পুরো ব্যাপারটা জানার, ‘ব্যাপারটা অস্ট্রেলিয়ায় ঘটেছে বলে খবর শুনেছি। কিন্তু অফিশিয়ালি টিম ম্যানেজমেন্ট বা কারো কাছ থেকে কিছু জানতে না পারলে মন্তব্য করতে পারছি না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তাদের সঙ্গে কথা বলে দ্রুত কিছু জানার। তারপর বলা যাবে, কী হয়েছে এবং কী হবে।’

আকসুর রিপোর্ট অনুযায়ী গত দুই রাত আলআমিন হোসেন রাত করে হোটেলে ফেরেন। বিসিবি এই ব্যাপারে আজ সিদ্ধান্ত নিবে। তবে ধারণা করা হচ্ছে আল আমিন এর জায়গায় শফিউল টিম এ যোগ দেবেন। একটি বেসরকারী টেলিভিশন এমনটাই খবর প্রচার করেছে।