চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে শেষ দুই দিনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমিরা। কিন্তু বেরসিক বৃষ্টি সব পণ্ড করে দিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে।
৩০ জুলাই থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
তিন দিন খেলা হওয়া এই ম্যাচে মুস্তাফিজ প্রথম ইনিংসে ১৭ ওভার চারটি বল করে ৩৭ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। মেডেন ৬টি।
দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি।