তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই
তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। তিনি কিভাবে সেখানে অবস্থান করছেন সে বিষয়েও বাংলাদেশের কাছে সুস্পষ্ট তথ্য নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রায় তিন বছর আগে তারেক রহমান তাঁর বাংলাদেশি পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছেন। যুক্তরাজ্য সরকার সেটি বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তরও করে দিয়েছে। এই মুহূর্তে তারেক রহমানের কাছে বাংলাদেশের কোনো বৈধ কাগজ নেই।

তবে বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে অব্যাহতভাবে অনুরোধ জানালেও যুক্তরাজ্য তাতে সাড়া দেয়নি। লন্ডন সফররত খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায়ই অবস্থান করছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালতের দ্বারা আদিষ্ট হয়ে আমরা যুক্তরাজ্য সরকারের কাছে একাধিকবার বলেছি তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করার জন্য। কিন্তু তারা যে ব্যাখ্যাটি দিয়েছে সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।