অভিষেকে হ্যাটট্রিক করা পৃথিবীর প্রথম এবং একমাত্র বোলার ছিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এবার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে তামিমকে বোল্ড করেন রাবাদা। পঞ্চম বলে লিটন দাস ক্যাচ তুলে দেন বেহারদিয়েনের হাতে। আর ষষ্ঠ বলে রাবাদা হ্যাটট্রিক পূর্ণ করেন মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে।