বিশ্বসেরা জার্মানির যত বিখ্যাত ব্র্যান্ডস

0
1663
বিশ্বসেরা জার্মানির যত বিখ্যাত ব্র্যান্ডস

জার্মান নিয়ে আপনার আমার জানার ইচ্ছে আছে বলেই আমি আমি আজ এই পোস্টটি পড়ছি । আমাদের আজকের ব্লগ জার্মানির যতসত বিশ্ববিখ্যাত ব্রান্ড নিয়ে । চেষ্টা করব ছোট্ট পরিসরে কিছুটা ধারনা দিতে ।

আমাদের সবারই জানা ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হচ্ছে আমাদের প্রিয়দেশ জার্মানি। এই দেশটি বিশ্বাস করে পণ্যের গুণগত মানে। এদের পণ্য হয় গুণগত মানে সেরা এবং দীর্ঘস্থায়ী। আর তাইতো জার্মানরা সারাবিশ্বে ধীরে ধীরে গড়ে তুলেছে বিশ্ব মাতানো সব ব্র্যান্ডস গুলোকে। আসুন এক নজরে দেখে নেই তাদের কিছু ব্র্যান্ডস ঃ

১. গাড়ির তৈরির ক্ষেত্রে বিখ্যাত ব্র্যান্ড- Mercedez Benz, BMW, Audi, Volkswagen, Porsche ইত্যাদি।

২. কসমেটিক এর জন্য সারা বিশ্বে পরিচিত নাম – Nivea কোম্পানিটি এদেশেরই।

৩. ইঞ্জিনিয়ারিং-এ উচু স্থানে আছে – Siemens।

৪. Adidas- পোশাক এর জন্য সারা বিশ্বে পরিচিত।

৫. রয়েছে ঔষধ কোম্পানির অন্যতম শীর্ষে থাকা – Bayer Pharmaceuticals।

৬.ইলেকট্রনিক পণ্য তৈরিতে BOSCH খুবই পরিচিত একটি নাম।

৭. পোস্টাল সার্ভিস এর সবচেয়ে সেরা কোম্পানিটি হলো- DHL যেটার Headquarter জার্মানির প্রাক্তন রাজধানী – বন এ অবস্থিত।

৮. বিশ্ব বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট (Max Plank Institute) জার্মানির অন্যতম গর্বের বিষয়।

৯. সফটওয়্যার তৈরির খ্যাতনামা প্রতিষ্ঠান SAP SE তৈরী জার্মানিতেই ।

১০. মেকানিকাল প্রোডাক্ট তৈরিতে সুনাম আছে MAN কোম্পানিটির।

১১. ফার্মাসিস্ট ও অন্যান্য গবেষকদের অতি পরিচিত এনালিটিক্যাল ব্যালান্স (Analytical balance) তৈরী করে জার্মান কোম্পানি Sartorius AG.

এছাড়া অন্যান্য নামকরা ব্র্যান্ডের মধ্যে আছে BASF (Chemicals), Hugo Boss (Perfume), Puma (Cloths) ইত্যাদি।

( সময়ের সাথে লেখাটির নতুন ভার্সন আসবে )

আমাদের ক্ষুদ্র তথ্য যদি আপনাদের কাজে এবং ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ।