করোনা সংকট থেকে উত্তরণের জন্য জার্মানির নতুন সংক্রমণ সুরক্ষা আইন

0
608
করোনা সংকট থেকে উত্তরণের জন্য জার্মানির নতুন সংক্রমণ সুরক্ষা আইন
করোনা সংকট থেকে উত্তরণের জন্য জার্মানির নতুন সংক্রমণ সুরক্ষা আইন

৮ কোটি ৩০ লাখ লোক অধ্যুষিত মধ্য ইউরোপের দেশ জার্মানিতে লকডাউন চলছে। এরপরও প্রতিদিন প্রায় গড়ে ২০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এ পর্যন্ত সংক্রমণে মারা গেছেন ৮০ হাজার ৬৩৪ জন মানুষ।

দেশটি করোনা সংকট থেকে উত্তরণের জন্য পার্লামেন্টে গতকাল বুধবার নতুন সংক্রমণ সুরক্ষা আইন পাস করেছে। করোনা সংক্রমণ রুখতে জার্মানির ১৬ রাজ্যে লকডাউনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্বাহী আদেশ থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। নতুন আইনে বেশি সংক্রমিত এলাকাগুলোতে রাতে কারফিউ ব্যবস্থাসহ স্কুলগুলো বন্ধ, জনসমাগম নিয়ন্ত্রণে আরও কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন আইনে বেশি সংক্রমিত এলাকাগুলোতে রাতে কারফিউ ব্যবস্থাসহ স্কুলগুলো বন্ধ, জনসমাগম নিয়ন্ত্রণে আরও কঠোর বিধানের ব্যবস্থা রাখা হয়েছে। জার্মানির পার্লামেন্টে এই আইন পাসের পর বুন্দেশরাট বা ফেডারেল কাউন্সিলের অনুমোদন ও জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার স্বাক্ষর করবেন। আগামী শনিবার থেকে এই নতুন সুরক্ষা আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

জার্মানির যেসব এলাকায় প্রতি ১ লাখ মানুষের মধ্যে সাত দিন হিসাবে প্রতিদিন সংক্রমণের সংখ্যা শতাধিক হবে, সেই সব এলাকায় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে চিকিৎসক, নার্সসহ যাঁরা কাজে যাবেন, তাঁদের জন্য এই নিয়ম বলবৎ হবে না। একটি পরিবারের সঙ্গে শুধু একজন অতিথি মিলিত হতে পারবেন।

স্কুলগুলোর ক্ষেত্রে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সাত দিনের হিসাবে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ১৬৫–এর বেশি হলে স্কুল বন্ধ করে দেওয়া হবে। তবে কম সংক্রমিত এলাকায় যেসব স্কুল খোলা থাকবে, সেখানে শিক্ষক ও ছাত্রদের সপ্তাহে দুবার করোনা টেস্ট করা হবে। যতটা সম্ভব বাড়ি থেকে অফিস করতে হবে। হোম অফিসের সুযোগ না থাকলে সপ্তাহে এক দিন কর্মস্থলে করোনা টেস্ট করতে হবে। পাঁচজন শিশু একসঙ্গে খেলতে পারবে। জার্মানির ফুটবল লিগ বা বুন্দেসলিগা বা যেকোনো প্রতিযোগিতামূলক খেলাধুলা আগের মতোই দর্শক ছাড়া আয়োজিত হবে।

এ ছাড়া চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সুইমিংপুল, লাইব্রেরি, ডিসকো, মিউজিক ক্লাব, থিয়েটার অপেরা বন্ধ থাকবে। মৃতদেহ সৎকার অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন উপস্থিত হতে পারবেন। খাদ্যপণ্যের সুপারমার্কেট, ওষুধ ও বইয়ের দোকান ও সেলুনগুলো খোলা থাকবে।

এই নতুন সংক্রমণ সুরক্ষা আইন আপাতত আগামী ২১ জুন পর্যন্ত জারি থাকবে।

আমরাই প্রথম জার্মান ভিত্তিক বাংলা অনলাইন সংবাদ মাধ্যম “জার্মান বাংলা”
আমাদের ওয়েবসাইট :www.dilshadsharminb12.sg-host.com

আমাদের লেখা আপনাদের ভালো লেগে থাকলে অন্নান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আর আপনি যদি ইরোপীয় জীবন যাপন / জার্মান জীবন নিয়ে লেখা শেয়ার করতে চান

তাহলে ইমেইল করুন :[email protected]