পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। করাচি কিংসের হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার নিলামে তাকে দলে নেয় করাচি কিংস কর্তৃপক্ষ। এই প্রথম কোনো বিদেশী লিগে নাম লেখালেন মুশফিক। ২০ লাখ টাকায় তাকে দলে নেয়া হয়েছে।

bangladeshi-cricket-captain-mushfiqur-rahim-r-and-shakib-al-hasan-l-react-after-the-dismissal-of-the-indian-cri_28198

এদিকে করাচি কিংসে আগেই নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নেয় করাচি। এ দলে আরো রয়েছেন সদ্য শেষ হওয়া বিপিএল মাতানো পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমীর। এছাড়া, শোয়েব মালিক, লেন্ডন সিমন্স ও রোবি বোপারার মতো ক্রিকেটাররাও রয়েছেন করাচিতে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে দুবাই ও সারজায় শুরু হবে এ লিগ। পাকিস্তানে কোনো দেশের খেলোয়াড়রা যেতে রাজি না থাকায় দুবাইয়ে এ লিগ আয়োজন করছে পাকিস্তান। ৫টি ফ্রাঞ্চাইজি খেলায় অংশ নেবে। সাকিব-মুশফিক ছাড়াও পিএসএলে খেলবেন তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তামিম খেলবেন আফ্রিদির দল পেশোয়ার জালমিতে এবং মুস্তাফিজ খেলবেন গেইলের দল লাহোরে।