চিত্রনায়ক শাকিব খানকে সারাবছর বড়পর্দায় দেখা গেলেও ঈদ ও অন্য বিশেষ দিনগুলোতে টেলিভিশন অনুষ্ঠানের আসনে দেখা যায় তাকে। তারকা আড্ডার অনুষ্ঠানগুলোতে উপস্থাপকের বিভিন্ন প্রসঙ্গের সাথে চলে শাকিবের আড্ডা। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের একটি অনুষ্ঠানে দেখা যাবে শাকিবকে। তবে নতুনরূপে, নতুন শাকিবকে। উপস্থাপকের আসনটি এবার তার দখলে!

 

হ্যাঁ, একুশে টেলিভিশনে ঈদ উপলক্ষে নির্মিত ‘আমার ছবি আমার গান’ শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করলেন শাকিব খান। অনুষ্ঠানটি শাকিব কেন্দ্রিক। অনুষ্ঠানটিতে শাকিব নিজেই নিজের গান ও ছবির বিষয়ে কথা বলবেন। যেখানে মোট ১০টি গান দেখানো হবে। এই দশটি গানের পেছনের গল্পগুলো শাকিব বলবেন। অনুষ্ঠানের শেষের দিকে অংশ নেবেন নবাগত নায়িকা বুবলী। এবার ঈদে মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র ‘বসগিরি’ প্রসঙ্গে কথা বলবেন শাকিব ও বুবলী। এছাড়াও ‘শুটার’ শিরোনামে শাকিবের আরো একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই ঈদে। দুটি ছবি প্রসঙ্গেই বিভিন্ন গল্প দর্শকরা জানতে পারবেন শাকিবের মুখ থেকে। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো ও প্রযোজনা করেছেন আসাদুজ্জামান। অনুষ্ঠানটি প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘টেলিভিশনের অনুষ্ঠানে যেন ভিন্নতা আসে সেটা আমি বরাবরই নজর রাখি। তাই মৌলিক কিছু পরিকল্পনায় অনুষ্ঠানগুলো নির্মাণের চেষ্টা করি। সেই জায়গা থেকেই এবার শাকিবকে নিয়ে এই পরিকল্পনা। দর্শকরা শাকিবকে সবসময় চলচ্চিত্রে অভিনয় করতে দেখেই অভ্যস্ত। তাই এবার ভিন্ন পরিচয়ে শাকিবের এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’