আজকে আমরা চেষ্টা করবো এমন কিছু YouTube Channel এর লিস্ট দিয়ে যাদের ফলো করলে আপনি জার্মান ভাষা এবং কালচারের সাথে পরিচিত হতে পারবেন ।
https://www.youtube.com/channel/UCbxb2fqe9oNgglAoYqsYOtQ
Easy German : এই চেনেলটি জার্মান ভাষার সাথে আপনাকে পরিচিত হতে অনেক সাহায্য করবে । এরা সাধারনত জার্মান ভাষায় আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবন অতিবাহিত করবেন তা নিয়ে ভিডিও বানায়। প্রতিটা ভিডিওতে সাবটাইটেল থাকায় ভাষা শিখতে অনেক সুবিধা হয় ।
https://www.youtube.com/channel/UCsYMk_FCTGBxmwKFiCynFwg
Deutsch für Euch (DFE). এই চ্যানেলটিতে প্রায় ৮০০০০ সাবস্ক্রাইবার । এরা সাধারনত ছোট্ট এবং সহজ বিষয় নিয়ে ভিডিও বানায় । যেমন সম্মধোন, উচ্চারন ইত্যাদি ।
https://www.youtube.com/user/MeisterLehnsherr/
Get Germanized : এই চ্যানেলের ভিডিও গুলি আসলে আপনাকে জার্মান কালচারের সাথে পরিচিত হতে সাহায্য করবে । কি করবেন অথবা কি করা ঠিক না ।
https://www.youtube.com/channel/UCH_QC9OhujDHxaGSvc9ILyg
Deutsch Happen : এরা সাধারনত জার্মান লেখার ধরন , নতুন নতুন শব্দ , বাগধারা এই সব নিয়ে আলোচনা করে থাকে ।
নিম্নে আরো কিছু ভাল ভাল চ্যানেল এর নাম দেয়া হল :
আর আমাদের Official YouTube Channel Subcribe করতে কিন্তু ভুলবেন না ।
https://www.youtube.com/c/Germanbanglanews
Learn German with Herr Antrim :
https://www.youtube.com/user/MrLAntrim
Learn German with GermanPod101.com: https://www.youtube.com/user/germanpod101
Girls4Teaching:
https://www.youtube.com/channel/UCQ1ZYRmtDMGHdVUzcZhwj0w
The Goethe-Institut:
https://www.youtube.com/user/goetheinstitut
MySpass:
https://www.youtube.com/channel/UCGcheBSVngQt09ubb0BZyJw
Bookboxinc:
https://www.youtube.com/playlist?list=PL5D443A49838608D1
আমাদের ফেইছবুক পেইজ লাইক দিয়ে পাশে থাকুন
https://facebook.com/germanbanglanews