Home Hot News Today ৬ জিবি র‍্যামের আপল্লো’তে ২১ মেগাপিক্সেল ক্যামেরা

৬ জিবি র‍্যামের আপল্লো’তে ২১ মেগাপিক্সেল ক্যামেরা

0
বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা। এই তালিকায় এবার যুক্ত হল ভার্নি। চীনের এই ব্র্যান্ড সম্প্রতি আপল্লো নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটিতে ‘ভিভো এক্সপ্লে৫ এলিট’ এর মতো ৬জিবি র‍্যাম রয়েছে।
আপল্লো’র আরেকটি উল্লেখ করার মতো ফিচার হল এতে মিডিয়াটেকের নতুন হেলিও এক্স২০ (এমটি৬৭৯৭) এসওসি জুড়ে দেয়া হয়েছে। সূত্র- এনডিটিভি।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত স্মার্টফোনটিতে আরও আছে ৫.৫ ইঞ্চির ফোর্স টাচ প্রযুক্তির কিউএইচডি ডিসপ্লে, ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ, ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইউএসবি টাইপ-সি পোর্ট।
উন্মোচন অনুষ্ঠানে আপল্লো’র আরও কোনো স্পেশিফিকেশনের তথ্য জানায়নি ভার্নি কর্তৃপক্ষ।