Home Hot News Today ৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুৎ শিগগিরই- প্রধানমন্ত্রী

৪৬৫ উপজেলায় শতভাগ বিদ্যুৎ শিগগিরই- প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৪৬৫টি উপজেলাকে শিগগিরই শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

আজ শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিদ্যুৎ এখন ৭৮ ভাগ মানুষ পাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের ৯৫-৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ পাবে। ৪৬৫টি উপজেলাকে খুব শিগগির শতভাগ, মানে অন্ধকারমুক্ত করতে পারব, অর্থাৎ বিদ্যুৎ দিতে পারব।’

‘বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। যত কম বিদ্যুৎ ব্যবহার করা যায়, সেটা যদি আপনারা করতে পারেন, আর্থিকভাবে আপনারা সাশ্রয় করতে পারবেন।’

বক্তব্যে শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।