২০১৬ সালের মধ্যে কুখ্যাত গুয়ান্তানামো কারাগার বন্ধ করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তিনি এই কারাগার বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মার্কিন সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হওয়ার মধ্যে গুয়ান্তানামো কারাগার বন্ধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন।
অ্যাশ্টোন বলেন, “যদিও আমি নিশ্চিত নই তবে আশাবাদী। আমাদের একটি ভালো প্রস্তাব রয়েছে এবং আশা করি এটি কংগ্রেসের সমর্থন পাবে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি।”
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে। এ প্রস্তাব কংগ্রেস ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইনের কাছে উপস্থাপন করা হবে। প্রস্তাবটি বিবেচনার বিষয়ে ম্যাককেইন ইঙ্গিত দিয়েছেন বলে জানান অ্যাশ্টোন।
তিনি জানান, গুয়ান্তানামো কারাগারে আটক যেসব ব্যক্তিকে মুক্তি দেয়া সম্ভব হবে না তাদেরকে গুয়ান্তানামো থেকে সরিয়ে আমেরিকার কোনো কারাগারে আটক রাখা হবে এবং এভাবে গুয়ান্তানামো কারাগার বন্ধ করা যেতে পারে। তিনি জানান, গুয়ান্তানামো কারাগারে আটক সবাইকে মুক্তি দেয়া হবে না।