হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ নির্মাণ করছেন তার সহধর্মিনী গুণী নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিয়াজ। ছবিতে চলচ্চিত্রটির কলাকুশলীদের ভেতরে শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালামকেও দেখা যাচ্ছে।তারা হয়তো চলচ্চিত্রটির কোনো ফুটেজ নিয়ে আলোচনা করছেন।

কিন্তু অতি সম্প্রতি এই ছবিটি রিয়াজের অসুস্থতার কারণে ছন্দপতনে। নির্মাতা শাওন অবশ্য বলেছেন প্রয়োজনে কৃষ্ণপক্ষ’র রিলিজ ডেট পরির্তন করবেন তিনি।

আজ রিয়াজের জন্মদিন। রিয়াজের স্ত্রী জানিয়েছেন, রিয়াজের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। শিল্পীরাও তার শারীরিক খোঁজ নিতেই হয়তো জন্মদিনটা আলাদাভাবে পালন করবেন।