ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে জয়ের দেখা পেল চেলসি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে অ্যান্তোনিও কোন্তের দল।
এ জয়ের কারণে পয়েন্টের হিসাবে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরে ফেলেছে চেলসি।
হাডার্সফিল্ডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় চেলসি। ২০তম মিনিটে প্রথম গোল করেন তিমোয়ে বাকাইয়োকোর। এর পর ৪৩তম মিনিটে দ্বিতীয় গোল করেন উইলিয়ান।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে উইলিয়ানের পাসে তৃতীয় গোলটি করেন পেদ্রো।
হাডার্সফিল্ডের সান্ত্বনাসূচক গোলটি করেন দিপোয়েত।
১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। গোল ব্যবধানে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি।