নেদারল্যান্ডসের উগ্রদণিপন্থী রাজনৈতিক নেতা খ্রিয়ার্ট উইল্ডার্স সে দেশের সরকারি টিভি চ্যানেলে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর কার্টুন দেখানোর যে চেষ্টা করেছিলেন তা সফল হয়নি। তিনি অভিযোগ করেছেন রাষ্ট্রীয় টেলিভিশন তার পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।
রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্য প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে যে সময় বরাদ্দ করা হয়, সেরকম একটি অনুষ্ঠানে হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে এই কার্টুন প্রচারের পরিকল্পনা করেছিলেন। বিসিসি।
গত মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এ একই কার্টুনের প্রদর্শনী হয়েছিল। ওই অনুষ্ঠানে দুইজন সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা করার সময় নিরাপত্তা রীদের গুলিতে নিহত হয়।
অনুষ্ঠানে খ্রিয়ার্ট উইল্ডার্সও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিন্তু আজ একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন মিস্টার উইল্ডার্সের এ অনুষ্ঠান বাতিল করে দেয়।
পরিবর্তে প্রচার করা হয় তার দল ফ্রিডম পার্টির পুরনো এক রেকর্ড করা অনুষ্ঠান।