গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
নতুন কর্মসূচি অনুযায়ী ১ থেকে ১৪ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য দলগুলোর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিলে এর প্রতিবাদে দলগুলোর পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
মঙ্গলবার হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই পথে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেন। এসময় তিন জনকে আটক করে পুলিশ।
তবে হরতালে নগরীতে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল। প্রতিনিদিনের মতোই সচল ছিল সকল প্রতিষ্ঠান। ঢাকার রাস্তার যানজটও ছিল অন্যান্য দিনের মতোই।
এদিকে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম যৌক্তিকভাবে হ্রাস করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)।
সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, ধীরেন সিংহ প্রমুখ।