লন্ডনঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর এবং এটি যুক্তরাজ্যের রাজধানী।এই দেশটির অবস্থান ইংল্যান্ডের টেম্স্ নদীর তীরে । প্রায় ৭০ লক্ষ লকের বসতি এই দেশটিতে। ইউরোপে প্রথম স্থান বজায় রেখে আসছে লন্ডন সেই সপ্তদশ শতক থেকেই। ঊনবিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল এটি। কারণ তখন বিশ্বের উল্লেখযোগ্য সকল স্থানই ছিল ব্রিটিশ রাজত্বের অধীন আর লন্ডন ছিল সেই রাজত্বের রাজকীয় ও অর্থনৈতিক কেন্দ্র।বর্তমানে অর্থ-বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে থাকেলন্ডন পৃথিবীর অন্যতম প্রধান । দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে Trafalgar স্কয়ার, লন্ডন ব্রিজ, Covent গার্ডেন, লন্ডন আই, লন্ডন চিড়িয়াখানা, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, গ্লোব থিয়েটার, চার্লস ডিকেন্স যাদুঘর এবং মাদাম তুসো. বিগ বেন। এর সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রায় ১৪ মিলিয়ন পর্যটক লন্ডনে আসে ।