ব্যবহারকারীদের তোলা সেলফি ছবি কার্টুন স্টিকারে রূপান্তর করবে ‘আলো’। চাইলে এসব ছবি বন্ধুদের কাছে পাঠানোও যাবে। এ জন্য ‘সেলফি টু স্টিকার’ নামের নতুন টুলও চালু করেছে গুগলের মালিকানাধীন বার্তা বিনিময়ের অ্যাপটি। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি টুলটিতে বিভিন্ন বয়স উপযোগী কার্টুন স্টিকার ব্যবহারের সুযোগ মিলবে। আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইস ব্যবহারকারীদের শিগগিরই টুলটি ব্যবহারের সুযোগ পাবে। গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে বিনিময় করা বার্তা আলাদাভাবে সংরক্ষণ ও গোপনে গ্রুপও তৈরির সুযোগ চালুর ঘোষণা দেন আলোর পণ্য বিভাগের প্রধান। গুগলের তৈরি বিল্ট ইন সার্চইঞ্জিন সুবিধার অ্যাপটিতে সহজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগও মিলে থাকে। সম্প্রতি এক ঘোষণায় গুগল জানিয়েছে, স্মার্টফোনের পাশাপাশি ভবিষ্যতে কম্পিউটারেরও অ্যাপটি ব্যবহারের সুযোগ মিলবে। এ জন্য অ্যাপটির নতুন সংস্করণ তৈরির কাজ চলছে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট