ভারতীয় চোখে মজেছে ‘ভিক্টোরিয়াজ সিক্রেট’! নামকরা এই লঁজারি জায়ান্টের ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় এ বছর ঢুকে পড়ল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। ‘সেক্সিয়েস্ট আইজ’এর শিরোপা জিতে নিয়েছেন তিনি।

শুধু প্রিয়াঙ্কাই নন, তার অভিনীত ‘কোয়ান্টিকো’ও জিতেছে ‘দ্য সেক্সিয়েস্ট টিভি কাস্ট’ খেতাব। টুইটারে খবরটা শেয়ার করেছেন উচ্ছ্বসিত নায়িকা। সেক্সিয়েস্ট অভিনেত্রী হয়েছেন কেরি ওয়াশিংটন, সেক্সিয়েস্ট সংস্ট্রেস ডেমি লোভাটো। অন্য বিজেতাদের মধ্যে রয়েছেন টেলর সুইফ্ট, সেলেনা গোমেজ, অ্যালিসিয়া ভিকেন্ডার প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া এশিয়ার সেরা আবেদনময়ীর খেতার জেতেন। বর্তমানে এ নায়িকা আমেরিকার ‘কোয়ান্টিকা’ টিভি শো নিয়ে ব্যাস্ত।

এছাড়া, হলিউডের সিনেমা ‘বেওয়াচে’ কাজ করছেন প্রিয়াঙ্কা। সিনেমায় তাকে ভিলেনের চরিত্রে দেখা যাবে।