বলিউডের প্রতিভাবান অভিনয়শিল্পী বিদ্যা বালান এবার বাংলা সিনেমার কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের জন্য বিদ্যা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি কত্থক নাচ শেখার সিদ্ধান্তও নিয়েছেন। আগামী মাসেই এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এই সিনেমায় অভিনয় করলে এটি হবে বিদ্যার দ্বিতীয় আত্মজীবনীমূলক সিনেমা। এর আগে বিদ্যা দক্ষিণী সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। ‘ঘনচক্কর’, ‘ববি জাসুস’, ‘শাদি কি সাইড ইফেক্টস’ সিনেমাগুলো বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সকলের প্রত্যাশা অনুযায়ী তিনি আবারও দারুণ অভিনয় করবেন এ ব্যাপারে কোন সন্দেহই নেই।