ভাগ্যের চাকা তরতর করে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের ‘চা ওয়ালা’ বলে খ্যাত আরশাদ খানের। নিজের প্রথম সিনেমার শুটিংয়ের জন্য দুবাই-লন্ডন যাচ্ছেন ইন্টারনেট সেনসেশন থেকে তারকা বনে যাওয়া নীল চোখের এই যুবক।
পাকিস্তানের এক দোকানে চা বানানোর সময় ফটোগ্রাফার জিয়া আলির ক্যামেরায় ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছিলেন আরশাদ। এরপর থেকেই প্রচারণার লাইমলাইটে আছেন তিনি। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, ফ্যাশন শোর র‌্যাম্পে হেঁটেছেন, এমনকি একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি
এবার রূপালি পর্দায় দেখা যাবে ‘চা ওয়ালা’ আরশাদকে। বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সিনেমার চরিত্র ও স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় সেগুলো ফিরিয়ে দেন তিনি। আরশাদ এখন ‘কবীর’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন যেখানে নায়কের ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাকে।
আরশাদ বলেন, এই সিনেমার অন্য চরিত্রে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে নায়কের ভাইয়ের চরিত্রটা আমার ব্যক্তিত্বের সঙ্গে সাযুজ্যপূর্ণ। কোনো সন্দেহ নেই সিনেমায় আমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আমাকে বেশ বড় অংকের প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা আমি এখন প্রকাশ করতে পারবো না। তবে সিনেমার শুটিংয়ের জন্য দুবাই ও লন্ডনে যাবো আমি। খালিজ টাইমস।