Home Hot News Today সালমানের ছবির শুটিং সেটে 'মওকা মওকা' দল

সালমানের ছবির শুটিং সেটে 'মওকা মওকা' দল

0

যেকোনা কাজে হিট হতে পারবেন যদি পাশে পান বলিউডের দাবাং খানকে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারত ‘মওকা মওকা’ বানিয়ে বাংলাদেশকে হেয় করেছে বলে ঝড় ওঠে। তবে ওদের দেশে হিট করেছে ভিডিওটি। ‘মওকা’ যারা করেছেন সম্প্রতি সালমানের সঙ্গে তাদের একটি ছবি প্রকাশ পায় ইন্টারনেটে। ছবিতে দেখা গেছে, সাল্লুর পাশে মওকা নির্মাতারা দাঁড়িয়ে আছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরবর্তী ছবি ‘বাজরঙ্গি ভাইজান’ এর সেটে উপস্থিত হন মওকা মওকার তরুণরা। আর সেখানেই তাদের সঙ্গে কিছু সময় কাটান সালমান। সূত্র : ইন্টারনেট