মেয়র থাকাকালীন বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা সবাই প্রথম থেকেই পলাতক।

আজ বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান মামলার রায় ঘোষণা করেন।  রায়ে খোকাকে দণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অন্য তিন আসামির প্রত্যেককে একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে তাদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিং এর ম্যানেজার এইচ এম তারেক আতিক।

আসামিরা পলাতক থাকায় আত্মসমসর্পণের পর অথবা গ্রেপ্তার হওয়ার পর থেকে দণ্ড কার্যকর হবে বলে রাযের আদেশে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম।

চার্জশিটে বলা হয়, সাদেক হোসেন থোকা মেয়র থাকাকালীন ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। জমা পড়া চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামের ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা ক্ষমতার অপব্যবহার করে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি হয়।