সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক এবারের মত শেষ
সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক এবারের মত শেষ

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক এবারের মত শেষ হয়েই গেল অবশেষে। আজ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া আইপিএলের একাদশ আসরের নিলামে বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’কে কিনে নিয়েছ মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। এজন্য গুণতে হচ্ছে ২ কোটি রুপি।

এবার সাকিবের বেইজ প্রাইস ছিল ১ কোটি রুপি। প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স। পরে নিলামে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে খুব বেশি এগোয়নি লড়াই। ২ কোটিতেই তাকে পেয়ে যায় সানরাইজার্স। আজ মুস্তাফিজের নামও নিলামে উঠবে। তবে তিনি সিরিয়ালে সাকিবের চেয়ে অনেক পিছিয়ে আছেন।

সাকিবকে না পেলেও বিশ্বের আরও একজন তারকা অল-রাউন্ডারকে দলে পেয়েছে রাজস্থান রয়্যালস। তিনি ইংলিশ পেস বোলিং অল-রাউন্ডার বেন স্টোকস। যদিও গতবারের মত পারিশ্রমিক পাচ্ছেন না মারামারি করে আইনি ঝামেলায় থাকা স্টোকস। ২ কোটি বেইস প্রাইসের স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে আইপিএলে ফিরে আসা রাজস্থান রয়্যালস। ১৪ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিকে আগের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি।