সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুর ওভারব্রিজ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

সড়ক বিভাগ ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে বাড়ি ফেরা মানুষ স্বস্তিতে কাজে যোগ দিতে পেরেছেন। আর এটা সম্ভব হয়েছে সড়ক বিভাগ ও পুলিশ সদস্যদের জন্য। তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি।

 তিনি জানান, মহাসড়কের ১৩৫ কিলোমিটার ফোর লেনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।