ঐতিহাসিক রায় দিয়েছে ভারতীয় সুপ্রীম কোর্ট। এই রায়ে বলা হয়েছে, সমকামীতা কোনোভাবেই অপরাধ নয়। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী, একই লিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক একটি অপরাধ।
ব্রিটিশ শাসিত ভারতে ১৮৬১ সালের জারি করা আইনটিতেই সমকামিতা নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ জমানার এই বিতর্কিত আইনটির সুবাদে ‘অপ্রাকৃতিক যৌনতা’র অপরাধে ভারতে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হত।
এর আগেও আইনটি পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। সে আইনি প্রক্রিয়ায় ২০০৯ সালে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছিল দিল্লির হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আপীল করা হলে ২০১৩ সালে ওই আইনটি বহাল করেছিলেন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। নিজেদের সেই আদেশ আজ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দিয়েছেন। শীর্ষ আদালতের এই রায়ের খবর শোনা মাত্রই ভারতজুড়ে উৎসবে মেতে উঠেছেন সমকামী সম্প্রদায়ের মানুষজন। এদিকে, গোটা দেশের পাশাপাশি আনন্দে ফেটে পড়েছে কলকাতার সমকামী সম্প্রদায়ের মানুষজনও।