ছিলেন পর্ন স্টার। তবে পর্ন দুনিয়াকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। বলিউডে নিজের আসন পাকা করার কাজে ব্যস্ত। তিনি সানি লিওন।
বলিউডে এন্ট্রি নিয়েছেন অনেক আগেই। তবে এখনও সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করতে পারেননি সানি। সিনেমায় নজর কাড়া পারফর্ম করতে না পারলেও আইটেম গানে ব্যাপক জনপ্রিয় সানি।
তার জনপ্রিয়তার কারণেই বলিউড কিং শাহরুখ খান তার পরবর্তী সিনেমা ‘রইস’র আইটেম গানে সানির সঙ্গে কোমর দুলিয়েছেন।
শুধু আইটেম গান দিয়েই যে সানি লিওন বলিউডের অন্য নায়িকাদের পেছনে ফেলছেন সেটা বলাই যায়। কেননা বর্তমানে অধিকাংশ আইটেম গানেই দেখা যায় সানিকে।
শুধু সিনেমাতেই নয় সিনেমার বাইরের মানুষদেরকেও হার মানাচ্ছেন সানি। ভারতের সবচেয়ে বেশি খোঁজা মানুষের তালিকায় এ বছরও শীর্ষে রয়েছেন সানি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা সালমান খানের মতো ব্যক্তিদের পেছনে ফেলেছেন নায়িকা। সম্প্রতি একটি জরিপে এ তথ্য জানিয়েছে ইয়াহু ইন্ডিয়া।
এ নিয়ে টানা ৫ বার ভারতের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকায় শীর্ষে রইলেন সাবেক এ পর্ন স্টার।