Home Hot News Today সন্তান জন্ম দিতে অক্ষম নারীদের চিকিৎসায় নতুন দিগন্ত

সন্তান জন্ম দিতে অক্ষম নারীদের চিকিৎসায় নতুন দিগন্ত

0
বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দিতে অক্ষম বা অনুর্বর ডিম্বাণুর কারণে সন্তান জন্ম দিতে ব্যর্থ নারীদের জন্য সুখবর নিয়ে এসেছেন একদল বিজ্ঞানী।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মায়ের নিষ্ফলা হয়ে যাওয়া বংশানুগতির উপাদান ব্যবহার করে ডিম্বানু উর্বর করা যায়। অধিক বয়সে যারা মা হওয়ার সংগ্রামে রয়েছেন তাদের জন্য এটি উল্লেখযোগ্য আবিষ্কার।
‘পোলার বডি’ নামে নিষ্ফলা ডিএনএ ছোট শেল থেকে আসে। যেটা মন্দ অবস্থায় থাকে এবং একই ধরনের বংশানুগতির উপাদান ধারণ করে যাকে ঘিরে ডিম্বানুর অন্যান্য অংশ বিন্যস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ওরেগন হেল্থ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির এবং দ্য স্যাক ইনস্টিটিউট ফর বায়োলোজিকাল স্টাডিসের গবেষকরা সফলভাবে নারীর ডিম্বানু থেকে ডিএনএ প্রতিস্থাপন করেছেন।