Home Hot News Today শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যক্তিগত সফরে লন্ডন অবস্থানকারী শেখ হাসিনাকে টেলিফোনে এই শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার) দিকে মোদির ফোন কলটি রিসিভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে ও তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

এছাড়াও গত ৬ ও ৭ জুন ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর তথা বাংলাদেশের পক্ষ থেকে তাকে যে আন্তরিকতা ও আতিথেয়তা দেখানো হয়েছে তার জন্যও ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।

ইকবাল সোবহান চৌধুরী আরও জানান, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটির মুসলিম জনগোষ্ঠীকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

দুই নেতার মধ্যে বেশ কিছুটা সময় টেলিফোন আলাপ চলে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।