Home Hot News Today শুরু হতে যাচ্ছে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের অসমাপ্ত শুটিং

শুরু হতে যাচ্ছে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের অসমাপ্ত শুটিং

0

আবার শুরু হতে যাচ্ছে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের অসমাপ্ত শুটিং। গত সেপ্টেম্বরে শুরু হয়েছিল অনন্য মামুনের পরিচালনায় ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটির শুটিং। আর এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে প্রথমবারের মতো রূপালিপর্দায় অভিষেক হতে যাচ্ছে আরিফিন শুভ ও তিশা জুটি।

এ বিষয়ে চিত্রনায়ক আরিফিন শুভ জানান, ‘চলচ্চিত্রটির প্রথম ভাগের শুটিং শুরু হয় তিশাকে নিয়ে। কারণ তখন আমি অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। সেখান থেকে ফিরে চলতি মাসের ১০ তারিখ আমি এই চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিই। এবার শুরু হচ্ছে চলচ্চিত্রটির শেষ ভাগের শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ অক্টোবর থেকে টানা শুটিং চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আর শেষ দিকের শুটিং হবে ঢাকা, বান্দরবান, রাঙামাটিসহ বেশকিছু লোকেশনে। আর দৃশ্যায়ন হবে চলচ্চিত্রটির বেশকিছু অসমাপ্ত দৃশ্য ও গানের।’

শুভ-তিশা ছাড়াও এই চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলাসহ অনেকে।