শিক্ষার্থীদের জন্য ২৫ ইউরো পাসপোর্ট ইস্যু ও নবায়ন ফির দাবীতে
গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান কর্মসূচি…!!!

আসালামুয়ালাইকুম, জার্মানি অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন।
আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ দূতাবাস, বার্লিন কিছু দিন এর মধ্যে মেশিন রিডয়েবল পাসপোর্ট(MRP) নবায়ন ও প্রদান করার কাজ শুরু করতে যাচ্ছে, সেই জন্য জার্মানিতে বসবাসরত সকল বাংলাদেশী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বাংলাদেশী স্টুডেন্ট ফোরাম জার্মানি(BSFG) দূতাবাসকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপানাদের দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনারা হয়ত জানেন যে, হাজার হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে অবস্থান করছে এবং এই ছাত্রছাত্রীদের অধিকাংশই পড়াশুনার যাবতীয় খরচ নিজে বহন করছে। আপনারা এও জানেন যে জার্মানিতে জীবনযাত্রার মান ও খরচ অনেক বেশি, এতে অনেক ছাত্রছাত্রীদের জন্যই তাদের দৈনন্দিন খরচ মিটানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া যে ছাত্র/ ছাত্রীরা বার্লিনে বাহিরে থাকে তাদের জন্য এটা আরো ব্যয়বহুল, কারন তাদেরকে যাতায়াত ভাড়া ও থাকা খাওয়ার খরচ দিয়ে পাসপোর্ট করার জন্য আসতে ও অবস্থান করতে হবে। তাই তাদের পক্ষে এত টাকা দিয়ে পাসপোর্ট নবায়ন করা খুবই দুরহ হয়ে পড়বে।

আপনারা আরও জেনে থাকবেন যে ইউরোপের অন্য দেশ গুলোতে দূতাবাসে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ ও সুবিধা রয়েছে। যেমন ইতালি ও পর্তুগালে বাংলাদেশ দূতাবাস খুবই অল্প খরচে (22 ইউরো)ছাত্রছাত্রীদের পাসপোর্ট নবায়ন করে দিচ্ছে। কিন্তু জার্মানিতে ৯৫ ইউরো। যেটা শিক্ষার্থীদের জন্য একটু বাড়টি বোঝা। এই বাড়তি বোঝা কমাবার জন্য একটি স্টুডেন্ট ফোরাম উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটি প্রচারের প্রচেষ্টায় টাই আমরা জার্মান বাংলা টিম আমাদের নিউজ সাইটে আবেদন প্রচার করলাম। আশা করি এই প্রচেষ্টা বৃথা যাবে না। তাই হাজার হাজার বাংলাদেশী ছাত্রছাত্রীদের প্রাণের দাবি ও আশা এই যে বাংলাদেশ দূতাবাস, বার্লিন পাসপোর্টের ফি কমিয়ে আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসবে।

আমারা দূতাবাসের নিকট নিন্মলিখিত দাবি পেশ করছি-
ছাত্রছাত্রীদের জন্য পাসপোর্ট নবায়ন ফি ২৫ ইউরো ধার্য করা হোক।
বিনীত নিবেদক
বাংলাদেশী স্টুডেন্ট ফোরাম জার্মানি
জার্মানি প্রবাসি বাংলাদেশী শিক্ষার্থীদের পক্ষে।

ইভেন্ট লিঙ্ক : https://www.facebook.com/events/352612184948064/