বিএনপি সমর্থক ‘শত নাগরিক কমিটি’ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে অনুরোধ জানালেও তা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
বুধবার সন্ধ্যায় নিজের কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন সিইসি।
সিইসি বলেন, “শত নাগরিক কমিটির প্রতিনিধি দল বলেছে, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। যাই হোক, তাদের দাবির বিষয়ে আমি কিছু বিষয় জানিয়েছি।”
‘শত নাগরিক কমিটি’ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির ওপরই জোর দিয়েছে। এক্ষেত্রে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও কারাবন্দি থাকার বিষয়টিও উঠে এসেছে তাদের কথায়।
সিইসি বলেন, “নির্বাচন তো হঠাৎ করে হয়নি। সীমানা জটিলতা শেষ হয়ে আমরা আগে থেকে বলেছি, ১০-১২ মার্চে ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে ১৮ মার্চ তফসিল দিয়েছি। মনোনয়ন দাখিলের জন্য তফসিলের ১১ দিন সময় দিয়েছি। ভোটের জন্য ৪০ দিনের বেশি সময় রেখেছি।”
“ইতোমধ্যে তিন সিটিতে মেয়র-কাউন্সিলর পদে অনেকে মনোনয়নপত্র নিয়েছে, ভালো সাড়া পড়েছে। সবাই যথেষ্ট সময় পাচ্ছে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন। ভোট হবে আগামী ২৮ এপ্রিল।
বিএনপির এখনও এই নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বুধবার ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে দলটির দুই নেতা আব্দুল আউয়াল মিন্টু ও আব্দুস সালাম মনোনয়নপত্র নিয়েছ।