Home Hot News Today লবণের আড়ালে ইয়াবা পাচার

লবণের আড়ালে ইয়াবা পাচার

নিষিদ্ধ এই ট্যাবলেট ট্রাকটিতে লবণের আড়ালে লুকানো ছিল।

যাত্রাবাড়ীতে ইয়াবার আটকের সময় ওই ট্রাক থেকে রাকিব (২৭) ও নূরুজ্জামান (৩২) নামে দুজনকে গ্রেপ্তারও করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত (শুক্রবার) রাতে যাত্রাবাড়ী এলাকায় ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে লবণের ট্রাকটি তল্লাশি করে ১১ হাজার ইয়াবা পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।”

এই ঘটনায় মামলা হয়েছে কি না- জানতে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন,“ডিবি  থানায় জানিয়ে ইয়াবা, আসামী ও অন্যান্য আলামত নিজেরা নিয়ে গেছে।”