কক্সবাজারের টেকনাফ সীমান্তে দুইটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বহনকারী ১৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। রবিবার ভোরে নাফ নদী পার হয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টাকালে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি জানান, রবিবার নাফ নদীর পার হয়ে সীমান্তের দুইটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৩টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায়। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বিজিবির টহল জোরদার রয়েছে বলেও দাবি করেন বিজিবির এই কর্মকর্তা।