ফের কিলার রোবট নিয়ে সতর্ক করলেন পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানী স্টিংফেন হকিং, অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিকসহ প্রযুক্তিবিদরা। তারা জানান, যন্ত্রে কৃত্রিম বৃদ্ধিমত্তার প্রয়োগের ফলে হুমকির মুখে পড়তে পারে মানব সভ্যতা। মানুষের উদ্ভাবনই কাল হতে পারে মানুষের জন্য। বিজ্ঞানীদের দল এজন্য পৃথিবীর শীর্ষ প্রতিষ্ঠানের প্রধানদের কাছে একটি খোলা চিঠিও পাঠান
চিঠিতে তারা লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটের ফলে মানবতা হুমকির মুখে পড়তে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের গান পাউডার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরমাণু বোমা ছাপিয়ে রোবট যুদ্ধ শুরু হতে খুব বেশি দেরি নেই। এজন্য শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে চিন্তা করা উচিত। প্রয়োজনে এটির প্রয়োগ বন্ধ করে দেয়া যেতে পারে।
চিঠিতে তারা এটাও উল্লেখ করেন, সামরিক বাহিনীর সমরাস্ত্রে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যবহার হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে মানুষের প্রতিপক্ষ হয়ে উঠবে রোবট।
বিজ্ঞানীরা জানান, আর্নল্ড সোয়াজনেগারের ‘টার্মিনেটর’ সিনেমার সেই স্বয়ংক্রিয় কিলার রোবট বাস্তবে রূপ দিতে যাচ্ছে। তবে জন্য এক যুগ নয় মাত্র কয়েক বছর লাগবে।