ন্যাটো জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে রাশিয়ার বিরুদ্ধে সামরিক হামলা শুরুর পক্ষে মত দিয়েছে আমেরিকার বেশির ভাগ মানুষ। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জনমত জরিপের ফলাফলে দেখা গেছে- ন্যাটোর যে কোনো দেশের ওপর হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছে ৫৬ শতাংশ মার্কিনি। কানাডার ৫৩ শতাংশ মানুষও একই ধরনের অভিমত ব্যক্ত করেছে।
তবে ইউরোপের চিত্র ভিন্ন। বিশেষকরে জার্মানি, ইতালি ও ফ্রান্সের জনগণ রাশিয়ায় হামলার বিরুদ্ধে। জার্মানির ৫৮ শতাংশ মানুষ বলেছে, তারা রাশিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে নন। এছাড়া ফ্রান্সের ৫৩ শতাংশ এবং ইতালির ৫১ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধী।
জনমত জরিপের ফলাফলে আরও দেখা যাচ্ছে, ন্যাটোর কোনো কোনো সদস্য দেশের মানুষ আক্রান্ত অন্য দেশকে রক্ষায় প্রয়োজনে সামরিক হামলা চালানো সংক্রান্ত আর্টিকেলটি বাতিলের পক্ষে।
তবে ন্যাটোর সব সদস্য দেশের মানুষই ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে দায়ী বলে মনে করে। ইউক্রেনকে অস্থিতিশীল করতে রাশিয়া দায়ী বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছে আমেরিকা। তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।