রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির ইয়েলিজোভো শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এই ঘটনায় তাৎক্ষণিভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানায়।
কম্পনে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজনকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। উদ্ধারকর্মীরা বিভিন্ন ভবনে অনুসন্ধান চালাচ্ছে।
জাতীয় ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোন সুনামির ঝুঁকি নেই।