রাঙামাটির মানিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মামুন (৩৫) ও আলাউদ্দিন (১৮)।
বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে মানিকছড়ির সাপছড়ি এলাকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে রাঙামাটির কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানিয়েছেন।
বাসটি রাঙামাটি শহর থেকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে যাচ্ছিল বলে জানান তিনি।
ওসি রশিদ বলেন, বৃষ্টির কারণে কর্দমাক্ত ঢালু রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় আলাউদ্দিনের মৃত্যু হয় বলে জানান ওসি।
তথ্যঃবিডিনিউজ