এবার পর্দায় সমকামী চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রণবীর জানিয়েছেন, ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে সমকামী চরিত্রে ফাওয়াদ খানের অভিনয়ের কল্যাণে এ পথে হাঁটা অনেকটাই সহজ হয়ে গেছে।

সামনে ভালো কোনো গল্প আসলে তাতে সমকামী চরিত্রে অভিনয়ে সমস্যা নেই বলেও জানান তিনি।

ভোগ ইন্ডিয়ার সেপ্টেম্বর সংখ্যায় রণবীরের এ সাক্ষাৎকার ছাপা হওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকারে তিনি সিনেমায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্যও আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, রাজকুমার হিরানি আমাকে যদি ‘মুন্নাভাই’র নতুন ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করতে বলেন, আমি নিজের সবটুকু ঢেলে কাজ করব।