আন্তর্জাতিক যোগ দিবসের পর ভারতের আলোচিত ব্যক্তিটি কে বলুন তো? সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের চোখ আছে, তারা হয়ত ইতোমধ্যে জেনে গেছেন। সেই ব্যক্তিটি হলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। হয়তো দেশের রেল দফতর নিয়ে চিন্তা থাকায় রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। তাই যোগ দিবসে কোচিতে অনুষ্ঠানে শবাসন করার সময় ঘুমিয়েই পড়েন রেলমন্ত্রী। কোচির স্থানীয় একটি পত্রিকায় ছবিসহ ঘটনাটি প্রকাশিত হয়েছে। সেখানে লেখা ছিল, রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তবে শবাসনের প্রতি তার ভালোবাসাটা বোধহয় একটু বেশি ছিল। কারণ শবাসনের সময় তিনি রীতিমতো নাক ডাকাচ্ছিলেন। হাত-পা ছড়িয়ে রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছেন মন্ত্রী। আর আশপাশের সবাই  তাকিয়ে মন্ত্রীর এ কাণ্ড দেখছেন   বিজেপি’র রাজ্য সভাপতি এ এন রাধাকৃষ্ণান এবং বিধায়ক হাইবি ইডেন তাকে বেশ কয়েকবার ডাকেন। তিনি সারা না দেয়ায় শেষ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে একজন গিয়ে তার পা ধরে সামান্য ঠেলা দিয়ে তাঁকে জাগিয়ে দেন। খবর জানাজানি হতেই টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ হইচই হয়। কেউ কটাক্ষ করেন, কেউ বা নিছক মজার ছলেই এই ঘটনাকে দেখেন। তবে সুরেশ প্রভুই একমাত্র নন, যার উপস্থিতি এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। ডিএমডিকে প্রধান ও সাবেক অভিনেতা বিজয়কান্তও এই দিনে বেশ হাস্যকর কাজ করেন। যোগ দিবসে যোগ দিলেও আসলে জিনিসটি কী, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।