Home Hot News Today যুদ্ধে সৌদি আরবের জয় হবে না

যুদ্ধে সৌদি আরবের জয় হবে না

0

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধে সৌদি আরবের জয় হবে না।

টেলিভিশনে এক ভাষণে খামেনি বলেছেন, সৌদি আরবের ব্যাপক আগ্রাসী আচরণে ইয়েমেনে নিরীহ মানুষ মারা পড়ছে যা ওই অঞ্চলে একটি খারাপ নজির রেখে যাবে।

তিনি বলেন, ‘সৌদি আরব যা করছে তা আন্তর্জাতিক আদালতে বিচার যোগ্য।’ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ইরান অস্ত্র দিয়ে সহায়তা করছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে সৌদি আরব। শুক্রবার এ খবর প্রকাশ করেছে বিবিসি। গত কয়েক সপ্তাহ ধরে এডেন ও সানায় ক্রমাগত অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। এ অবস্থায় এক রকম পালিয়ে বেড়াচ্ছেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বাহ মানসুর হাদি।

সুন্নি নেতা হাদিকে পুনরায় ক্ষমতায় অধ্যুষিত করতে সৌদি আরবের নেতৃত্বে আঞ্চলিক এক কোয়ালিশনের সামরিক অভিযান চলছে।

এদিকে, রেডক্রসের একটি বিমান শুক্রবার সানায় পৌঁছেছে। ইয়েমেনের রাজধানীতে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলা শুরুর পর আন্তর্জাতিক সংস্থাটি দেশটিতে এই প্রথম চিকিৎসা সামগ্রী পাঠালো। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের ইয়েমেন শাখার নারী মুখপাত্র মেরি-ক্লেইর ফেগাইলি বলেন, ‘সানায় প্রথম আইসিআরসি বিমান অবতরণ করেছে। এতে ১৬ টন চিকিৎসা সামগ্রী রয়েছে।’ এএফপি।