ভারতীয় হাইকমিশনের আরেকটি টুইটে বলা হয়, ‘আইএনএস তারকাশ’ নামে ভারতীয় নৌবাহিনীর একটি তলোয়ার-ক্লাস ফ্রিগেট গতকাল ইয়েমেনের আল-হুদায়দাহ বন্দরে পৌঁছেছে। বাংলাদেশিদের সানা থেকে স্থানান্তরে এই ফ্রিগেটটি সহায়তা করবে। ইয়েমেনে আটকাপড়া নাগরিকদের স্থানান্তরে সহায়তার জন্য ভারতের কাছে নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, বাংলাদেশসহ মোট ২৬টি দেশ অনুরোধ জানিয়েছে। গত সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের এডেন শহরের আশপাশে শিয়া হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবে আশ্রয় নেয়া প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সমর্থক সেনাবাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। এডেন শহরে এই লড়াইয়ের মধ্যে ৬০-৭০ জন বাংলাদেশি আটকে পড়েছেন। ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তবে দেশটির এই পরিস্থিতিতেও সব বাংলাদেশি দেশে ফিরে আসতে চাইছেন না বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
যুদ্ধাক্রান্ত ইয়েমেনের রাজধানী সানায় বহু অবরুদ্ধ বাংলাদেশি
যুদ্ধাক্রান্ত ইয়েমেনের রাজধানী সানায় বহু বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় ১৬ বাংলাদেশিকে সানা থেকে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ভারত। এর আগে গত সোমবার ৩ বাংলাদেশিকে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে সানা থেকে উদ্ধার করে জিবুতিতে নিয়ে যাওয়া হয়।
গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক টুইটে এ কথা বলা হয়েছে। এছাড়া সানায় আটকা পড়া বাংলাদেশিদের সেখানকার ভারতীয় দূতাবাসে যোগাযোগের জন্যও পরামর্শ দেয়া হয়েছে।